৯৯৯-এ ফোন, রাজধানীতে পাবলিক টয়লেট থেকে তরুণের লাশ উদ্ধার

 

৯৯৯-এ ফোন, রাজধানীতে পাবলিক টয়লেট থেকে তরুণের লাশ উদ্ধার


 

রাজধানীর যাত্রাবাড়ী থানার কলাপট্টি মসজিদ এলাকার পাবলিক টয়লেট থেকে সুজন হোসেন (২২) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানায়। পবিরারের সঙ্গে কদমতলী থানাধূন পূর্ব ধোলাইপাড় ৩ নম্বর গলির একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

যাত্রাবাড়ি থানার এসআই আব্দুর রহিম বলেন, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী কলাপট্টি মসজিদ সংলগ্ন পাবলিক টয়লেট থেকে সুজনের লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

ওই টয়লেটের দায়িত্বে থাকা যুবকের বরাত দিয়ে তিনি বলেন, ‘সুজন হোসেন খুবই ক্লান্ত ছিলেন। পেরেশান হয়ে ছুটে এসে তিনি বাথরুমে যেতে চান। তার অবস্থা দেখে তাকে বাথরুমে যেতে দেওয়া হয়। এরপর তিনি বাথরুমে গিয়ে মাথায় পানি দেন। বেশ কিছু সময় ধরে তিনি বাথরুম থেকে বের না হওয়ায় পাবলিক টয়লেটের দায়িত্বরতরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি। এরপর তারা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ গিয়ে টয়লেটের দরজা ভেঙে তাকে উদ্ধার করে।

নিহতের ভাই মামুন হোসেন অভিযোগ করে বলেন, আমাদের ধারণা কেউ তাকে হত্যা করেছে। 

সুজনের বাবা আবু তাহের বলেন, সুজন কেরানীগঞ্জের হাসনাবাদে একটি ভাঙারি দোকানে কাজ করত। শুক্রবার সে বাসা থেকে বের হয়ে তার কর্মস্থলের উদ্দেশ্যে যায়। বাসায় জানিয়ে যায়, রবিবার ফিরবে। পরে পুলিশের মাধ্যমে খবর পেয়ে থানায় গিয়ে ছেলের লাশ শনাক্ত করি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ