সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার অভিযোগ

সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার অভিযোগ


 বাগেরহাটে মোল্লাহাট উপজেলার রড় গাওলা গ্রামে স্ত্রীর ওপর অভিমান করে তিন বছরের শিশু সন্তান জিসানকে বালিশ চাপা দিয়ে হত্যা করে মো. হায়দার মোল্লা (২৮) নামের এক বাবা আত্মহত্যা করেছেন। শনিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে বাবা ছেরের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ বাবা হায়দারের নামে হত্যা মামলা ও একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেরের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম জানান, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বড় গাওলা গ্রামের মো. হায়দার মোল্লা ঢাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। পারিবারিক বিরোধের জের ধরে তার স্ত্রী জোবাইদা খাতুন স্বামীর বাড়ি ছেড়ে ৮ মাস ধরে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। হায়দার মোল্লার শিশু সন্তান জিসান দাদার বাড়িতে বসবাস করছিল। হায়দার বৃহস্পতিবার ঢাকা থেকে বাড়িতে আসেন। শুক্রবার রাত ৯টার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে ছেলে জিসানকে বালিশ চাপা দিয়ে হত্যা করার পর হায়দার ঘরের সিলিং ফ্যানের সাথে রশি দিয়ে আত্মহত্যা করেন। স্বজনেরা দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ঘরের দরজা ভেঙে ফেলেন। তারা দেখতে পান ঘরের খাটের উপর শিশু জিসানের নিথর দেহ পড়ে রয়েছে ও সিলিং ফ্যানের সাথে ঝুলছে হায়দার মোল্লার লাশ। এরপর স্বজনেরা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ দুটি উদ্ধার করে। 

পুলিশ প্রথমিক ভাবে ধারণা করছে, স্ত্রীর সাথে পারিবারিক বিরোধের জের ধরে অভিমান করে হায়দার মোল্লা তার তিন বছরের ছেলেকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ