ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ |
কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। নিহতের মরদেহ খাটিয়াসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর রেখে টানা সাড়ে তিন ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয় জনতা ও শিক্ষার্থীরা।
শনিবার সকাল সোয়া ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর মহাসড়ক অবরোধ করে তারা। সাত দিনের মধ্যে বিদ্যালয়ের সামনে মহাসড়কের উপর ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতিতে বিকাল পৌঁনে ৩টায় অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।
অবরোধে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকাল পৌঁনে ৩টায় অবরোধ তুলে নিলেও যানজট চলছিল।
নিহত সাদিয়া আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের মেয়ে। সে গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। তিন বোনের মধ্যে সাদিয়া বড়।
প্রত্যক্ষদর্শী নিহতের সহপাঠী রিফাত জানান, মহাসড়কের চট্টগ্রামগামী লেনে সংস্কার কাজ চলায় ঢাকাগামী লেনে চলছে দুইমুখী যানবাহন। শনিবার বিদ্যালয় বন্ধ। আমরা বিদ্যালয়ে প্রাইভেট পড়ে ফেরার পথে মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকাগামী বেপরোয়া গতি সম্পন্ন একটি ট্রাক সাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার তাপস শীল জানান, অবরোধ প্রত্যাহারের পর আমরা নিহতের মরদেহের সাথে তার বাড়িতে যাই। মরদেহ দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। শিক্ষার্থী ও এলাকাবাসীর দাবি বাস্তবায়নে আমরা কাজ করবো।
0 মন্তব্যসমূহ