নিখোঁজ শিশুর লাশ উদ্ধার |
বিস্কুট আনতে গিয়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর বস্তাবন্দি অবস্থায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শিশুর নাম মারজানা হক বর্ষা (৭)। বৃহস্পতিবার বিকেলে নগরীর কোতোয়ালী থানাধীন জামাল খান এলাকার একটি নালা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত বর্ষা নগরীর জামালখান কুসুমকুমারী স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, গত ২৪ অক্টোবর বাসার পাশের দোকানে বিস্কুট আনতে বের হয় শিশু বর্ষা। এরপর আর বাসায় ফেরেনি ওই শিশু। পরে পরিবারের পক্ষ থেকে থানায় একটা ডায়েরী করা হয়। আজ বিকেলে বস্তাবন্দি অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি বলেন, ‘এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের আওতায় আনতে পারবো।’
স্বজনদের দাবি- বর্ষা ২০ টাকা নিয়ে বিস্কুট কিনতে বের হয়েছিল বাসা থেকে। এরপর স্বজনরা সম্ভাব্য সব জায়গায় খুঁজে তাকে পাননি। থানায় ডায়েরি করার পাশাপাশি তারা রাস্তায় মাইকিং করেছেন। সন্দেহ থেকে তারা জামালখানের সবগুলো নালা-দর্মমায় খুঁজতে গিয়ে বিকেলে বস্তাবন্দী লাশ পেয়ে পুলিশকে খবর দেন।
0 মন্তব্যসমূহ