বৃদ্ধ মা-বাবাকে মারধর, ছেলে আটক |
নারায়ণগঞ্জ ফতুল্লায় জমি লিখে না দেয়ায় ইটের দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে বৃদ্ধা বাবা-মাকে মারধর করার অভিযোগে সন্তানকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে ফতুল্লার শিহাচর তক্কারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছেলে নুরুল ইসলাম শিহাচর এলাকার আব্দুল মান্নানানের ছেলে।
পুলিশ জানায়, ফতুল্লার শিহাচর তক্কারমাঠ এলাকায় আব্দুল মান্নান (৬৫) তার স্ত্রী নূর জাহান (৫০) জমি ক্রয় করে সেখানে একতলা বিল্ডিং বাড়ি নির্মাণ করে বসবাস করেন। এর মধ্যে বাবা আব্দুল মান্নানকে তার বড় ছেলে নুরুল ইসলাম জমি লিখে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছে। এতে আব্দুল মান্নান জমি লিখে না দেয়ায় স্থানীয় ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে সোমবার ভোর ৬টায় ওই একতলা বাড়িতে হামলা চালায়। ওই সময় মান্নান ও তার স্ত্রী ঘুমে ছিল। তখন নুরুল ইসলাম দলবল নিয়ে দেয়াল ভেঙ্গে বাবা -মায়ের ঘরে প্রবেশ করে। ওই সময় ছেলে নূরুর ইসলাম বাবা মান্নানের গলা চেপে ধরে টানা হেচরা করে মারধর করে ঘরের আসবাবপত্র ভেঙ্গে জমির দলিল তল্লাশী করে। এতে মান্নানের স্ত্রী নূর জাহান এগিয়ে আসলে তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় ছেলে নুরুল ইসলাম। এতে মা নূর জাহান অসুস্থ হয়ে পড়েন। তখন ঘর থেকে প্রায় নগদ এক লাখ টাকা ও জমির দলিল এবং মোবাইল লুটে নেয় ছেলে নুরুল ইসলামের লোকজন
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, আব্দুল মান্নানের ছেলে নুরুল ইসলামকে আটক করা হয়েছিল। বাবা- মা পরবর্তীতে ছেলে নূর ইসলামের বিরুদ্ধে মামলা করবে তাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে বাবা মায়ের ওপর পরবর্তীতে কোন ঘটনা ঘটলে ছেলে নূর ইসলামকে ছাড় দেয়া হবে না বলে জানিয়ে দেয়া হয়েছে।
0 মন্তব্যসমূহ