'জনসমর্থন হারিয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন করছে'

'জনসমর্থন হারিয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-নির্যাতন করছে'

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সমর্থন হারিয়ে সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা নির্যাতন করছে। শত বাধা উপেক্ষা করে খুলনার মহাসমাবেশে সকল শ্রেণি-পেশার মানুষের যোগদানের মাধ্যমে প্রমাণ হয়েছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে মানুষ নির্বাচন চায়।

বুধবার সন্ধ্যায় মাগুরা সদর হাসপাতালে খুলনার মহাসমাবেশ থেকে ফেরার পথে যুবলীগ-ছাত্রলীগের হামলায় আহত মাগুরার নেতাকর্মীদের দেখতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সন্ত্রাসীদের ওপর নির্ভর করে দেশ চালাতে চাচ্ছে সরকার। কিন্তু জনগণ তা হতে দেবে না।

তিনি আহত চিকিৎসাধীন মাগুরা সদর থানা বিএনপির সদস্য বিল্লাল হোসেন এবং জেলা ছাত্রদলের সদস্য ইউনুচ আলীসহ যেসব নেতা-কর্মী খুলনার সমাবেশ থেকে ফেরার পথে আহত হয়েছেন তাদের সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি নেতা আলমগীর হোসেন, কুতুব উদ্দিন, ফারুকুজ্জামান ফারুক, শাহেদ হাসান টসরসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ