নাটোরে ২৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫ |
নাটোরের সিংড়ায় সাড়ে ২৬ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। শুক্রবার বিকালে উপজেলার ভাগনাগরকান্দি এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় একটি পিকআপ উদ্ধার করা হয়।
শনিবার নাটোর র্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানায় র্যাব।
গ্রেফতরাকৃতরা হলো- পিকআপের ড্রাইভার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রিপন ইসলাম (২৬), হেলপার একই এলাকার রুবেল হোসেন (২৫), মাদক ব্যবসায়ী সিংড়া পৌরসভার সরকারপাড়া মহল্লার মৃত আশকার আলীর ছেলে মুন্নাফ আলী (৩৮), পেট্রোলবাংলা মহল্লার মৃত বাবু হোসেনের ছেলে সাগর আলী (২২), গোডাউনপাড়া মহল্লার ফটিক আলীর ছেলে জিসান আলী (১৯)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র্যাব ক্যাম্পের কোস্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি আমরুলপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় একটি সাদা-হলুদ রংয়ের পিকআপ হতে সাড়ে ২৬ কেজি শুকনো গাঁজাসহ ৫জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
0 মন্তব্যসমূহ