গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু |
গাজীপুরের কাপাসিয়ায় আবারো মাছ শিকার করতে গিয়ে ধানক্ষেতে পাতা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষক মারা গেছেন। তাকে উদ্ধার করতে গিয়ে নিহতের ছেলে আহত হয়েছেন। রবিবার নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের টেকমেরুন এলাকায়।
নিহতের নাম কবির আকন্দ (৫২)। তিনি কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রাউনাট পূর্বপাড়ার (ডুয়াইপাখরী) মৃত সিরাজ উদ্দিন আকন্দের ছেলে।
কাপাসিয়া থানার ওসি এএফএম নাসিম নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে জানান, শনিবার রাতে বাড়ির পাশে বিলের জমিতে মাছ শিকার করতে যান কৃষক কবির আকন্দ। রাতে বাড়ি ফেরায় তার সন্ধানে রবিবার ভোর হতে স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী টেকমেরুন গ্রামের তমিজ উদ্দিনের ধান ক্ষেতের আইলে কবিরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তার ছেলে শিমুল আকন্দ। এসময় বাবাকে উদ্ধার করতে গিয়ে শিমুলও বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান, ইঁদুরের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ক্ষেতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদের তারে জড়িয়ে কবির আকন্দের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মাছ ধরার কোচ, টর্চলাইট ও ব্যাগ উদ্ধার করা হয়েছে। এর আগে গত ১৫ অক্টোবর রাতে একই উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় মাছ শিকার করতে গিয়ে ধানক্ষেতে পাতা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে এক প্রবাসী নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।
0 মন্তব্যসমূহ