নৌকাডুবির ঘটনায় মিলল দুই বোনের মরদেহ |
কাকিমার সাথে পূজা দেখতে যাচ্ছিল দুইবোন পুতুল ও কবিতা। মন্দিরে যাওয়ার আগেই করোতোয়াতে ডুবে মৃত্যু হয়েছে তাদের। মঙ্গলবার দুই বোনের লাশ মিলেছে।
বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের গোবিন্দ গুরু উচ্চ বিদ্যালয়ে পুতুল অষ্টম শ্রেণিতে পড়তো। তার ছোট বোন কবিতা পড়তো এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে।
পরিবার সূত্রে জানা যায়, মহালয়ার দিন সকাল ১১ টায় বাড়িতে মায়ের হাতের রান্না করা সকালের নাস্তা খেয়ে কাকিমার সাথে রাওয়ানা দেয় দুইবোন। হোটেল কারিগর বাবা রামবাবু তাদের হাত খরচের টাকা দেয়, মা এগিয়ে দেয় রাস্তা পর্যন্ত। কাকিমা সাথী রানীর সাথে আত্নীয়স্বজন ছিল আরও ৩ জন। আউলিয়া ঘাটে ভিড়ের মধ্যে তারা নৌকায় ওঠে। তীরে ভিড়তে না ভিড়তে নৌকাটি ডুবে যায়। কাকিমাসহ অন্য আত্মীয়রা সাতার কেঁটে ডাঙায় উঠতে পারলেও পুতুল-কবিতা পারেনি।
মঙ্গলবার সকাল ৯ টার দিকে পুতুলের মরদেহ পাওয়া যায় আউলিয়া ঘাটে। তার দক্ষিণে দুপুর বারোটার দিকে বালিয়ারিতে মিলে কবিতার মরদেহ। দুই বোনের মরদেহ মাড়েয়া বামণ পাড়া ইউনিয়ন পরিষদে পরিবারের পক্ষে পারিবারিক বন্ধু সাবেক মেম্বার পুর্ণজয় বর্মণ গ্রহণ করে । তিনি জানান, পুতুল ও কবিতার বাবা-মা পাগল প্রায়। দুই মেয়ের মৃত্যুতে তারা একা হয়ে গেল।
এদিকে মঙ্গলবার আরও ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে পঞ্চগড়ের নৌ দুর্ঘটনায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো ৬৫-তে।
0 মন্তব্যসমূহ