দিনাজপুরে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা |
দিনাজপুরে ভোক্তা অধিকার নিশ্চিতের স্বার্থে চলমান তদারকী অভিযানে মূল্য তালিকা না থাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ থাকায় ও নির্ধারিত মূল্য তালিকার বেশি মূল্য বেধে দেওয়ার অভিযোগে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি।
বুধবার দিনাজপুর শহরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা আদায়সহ সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনি জানান, বুধবার দিনাজপুর শহরের চকবাজারে অভিযান চালিয়ে গণেস স্টোরে মূল্য তালিকা না টানিয়ে কার্যক্রম পরিচালনা করায় ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ ও নির্ধারিত মূল্য তালিকার বেশি মূল্য বেধে দেওয়ায় আসলাম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, জনসাধারনের বিভিন্ন অভিযোগ ও তদারকির অংশ হিসেবে অভিযান অব্যাহত রয়েছে। এসময় নিজ পরিবার তথা দেশবাসীর স্বার্থে সকলকে যার যার অবস্থান থেকে তথ্য দিয়ে ভোক্তা অধিদপ্তরকে সহযোগিতা করার আহবান জানানও তিনি ।
0 মন্তব্যসমূহ