চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে নানান অনিয়মের কারণে পরিদর্শন শেষে নগরীর দুটি হাসপাতালসহ জেলা ১৪ উপজেলা মিলে মোট ১৭টি বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। উপজেলায় যে সব হাসপাতালে অনিয়ম পাওয়া গেছে তা তৎক্ষণাৎ বন্ধ করে স্বাস্থ্য অধিদফতরে তালিকা পাঠানো হয়েছে।
সোমবার চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন শেষে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী। তবে অধিদফতর যে সিদ্ধান্ত দেবে তাই বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে সূত্রে জানা গেছে, নগরীর দুটি হাসপাতাল ছাড়াও ১৪ উপজেলার ১৫টি হাসপাতাল-ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ফটিকছড়ি, বোয়ালখালী, আনোয়ারা উপজেলায় ১টি করে, লোহাগাড়ায় ২টি, রাঙ্গুনিয়ায় ৩টি, বাঁশখালীতে ৭টি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়।
0 মন্তব্যসমূহ