ছাত্রলীগ কর্মীকে কোপানোর মামলায় পৌর কাউন্সিলরসহ চারজন কারাগারে


 

বরিশালের মেহেন্দিগঞ্জে ছাত্রলীগের চার কর্মীকে কুপিয়ে আহত করার মামলায় পৌরসভার কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ চারজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআরও এসআই কাইয়ুম।

এর আগে রবিবার রাতে পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই চার আসামিকে গ্রেফতার করে থানা পুলিশ। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

অভিযুক্তরা হলেন-মেহেন্দিগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন সোহেল মোল্লা, মো. মিরাজ, মো. জাহাঙ্গীর আলম ও কামরুল ইসলাম রিপন।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, রবিবার দুপুরে স্থানীয় ছাত্রলীগের চার কর্মীকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী মো. ইমরান খান বাদী হয়ে ওই দিনই থানায় মামলা দায়ের করে। মামলায় কাউন্সিলরকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও নামধারী আরও ১৫ জন এবং অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ