সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ৪


 

ঝালকাঠির নলছিটিতে এক কিশোরীকে (১৬) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, মোজাম্মেল সিকদার রাঙ্গা, আরিফ হোসেন, শাহিদা বেগম ও আছমা বেগম।

পুলিশ জানিয়েছে, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের শেখরকাঠি গ্রামের লিটন হাওলাদারের স্ত্রী শাহিদা বেগম ঢাকার কেরানিগঞ্জ চৌধুরীপাড়া এলাকার বাসাভাড়া করে থাকতেন। তাদের পাশের বাসায় বসবাস থাকতেন ধর্ষণের শিকার ওই কিশোরী। প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। শাহিদার সাথে ওই কিশোরী গত ২৯ আগস্ট নলছিটির দপদপিয়া ইউনিয়নে তাদের গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। ওইদিন বিকেলে শাহিদার বাসায় পোনামাছ ব্যবসায়ী মোজাম্মেল সিকদার রাঙ্গা, আরিফ হোসেন ও রাসেল হাওলাদার কিশোরীকে ধর্ষণ করে। শাহিদা বেগম ও আছমা বেগম নামে অপর এক নারী এ ঘটনায় সহযোগিতা করে। গণধর্ষণে কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাকে কোন চিকিৎসা করানো হয়নি। উল্টো এ ঘটনা কাউকে না বলার জন্য চাপ দেওয়া হয়। 

নির্যাতিত ওই কিশোরী কৌশলে ঘর থেকে বের হয়ে মঙ্গলবার দুপুরে স্থানীয় কয়েকজন বাসিন্দাকে বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্ত ৫ জনের নামে মামলা করে ওই কিশোরী। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। আসামি রাসেল হাওলাদার পলাতক রয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, কিশোরীকে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, গ্রেফতারদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ