সর্বদলীয় সরকার গঠনে সংসদ সদস্যদের আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। রবিবার তার কার্যালয় জানিয়েছে, দেউলিয়া অর্থনীতিকে সংস্কারের মাধ্যমে পুনরুজ্জীবিত করতে তিনি এই আহ্বান জানিয়েছেন।
আর্থিক সংকটের জেরে বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগ ও পদত্যাগ করেন। এরপর জুলাইয়ের শুরুতে প্রেসিডেন্টে হিসেবে শপথ নেন বিক্রমাসিংহে।
শপথ নেওয়ার পর শনিবার ক্যানডি শহরে দেশের প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে প্রথমবার বৈঠকে রনিল বলেন, একজন প্রেসিডেন্ট হিসেবে আমি আবার সব নতুন করে শুরু করতে চাই। আমি সব দলকে একত্র করে সেই নতুন যাত্রা শুরু করতে চাই এবং একই সঙ্গে সর্বদলীয় সরকার গঠন করতে চাই।
বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে বৈঠকে বিক্রমাসিংহে বলেন, অর্থনীতি পুনরুদ্ধার খুবই কঠিন কাজ। কিন্তু কাজটা এখন করা না হলে আরও কঠিন হয়ে যাবে। আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে, আমরা ওষুধ দেওয়ার মাধ্যমে রোগীকে সারিয়ে তুলব, নাকি ওষুধ না দিয়ে রোগীকে মৃত্যুর দিকে ঠেলে দেব।
সংকট আরও বাড়বে মন্তব্য করে প্রেসিডেন্ট বিক্রমাসিংহে বলেন, চলতি বছর অর্থনীতি আরও ৭ শতাংশ সংকুচিত হবে। দেশে এখন মূল্যস্ফীতি ৬০ দশমিক ৮ শতাংশ। তবে মূল্যস্ফীতির হার আরও বাড়তে পারে। তবে আগামী বছর থেকে অর্থনীতি ফের ইতিবাচক পথে ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সূত্র: ডন
0 মন্তব্যসমূহ