বরিশালে মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন


 

বরিশালে পাঁচ মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী হাসান আল মাসুদ এ রায় ঘোষণা করেন।

দন্ডিতরা হলো, বরিশাল নগরের বেলতলা খেয়াঘাট এলাকার মোস্তফা চাপরাশি, ভাটারখাল এলাকার রাকিব, বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার আওলাদ হোসেন, বাকেরগঞ্জ উপজেলার চরাদি এলাকার কামরুজ্জামান ও কিশোরগঞ্জের ভৈরব কালিকা প্রসাদ এলাকার মেয়ে পপি।

আদালত সূত্রে জানাগেছে, ২০১১ সালের ২০ এপ্রিল রাতে গৌরনদীর হোসনাবাদ লঞ্চঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পাঁচ বস্তা ফেন্সিডিল বোঝাই স্পিডবোট নিয়ে পালানোর চেষ্টা করে দণ্ডিতরা। তবে স্পিডবোট আটকে যাওয়ায় দণ্ডিতরা নদীতে ঝাপ দিলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় ওই দিন গৌরনদী থানার এসআই অসীম মজুমদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ২০১১ সালের ১১ জুন গৌরনদী থানার এসআই আসাদুল হক ৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেয়। আদালত ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে ৫ জনকে দণ্ড প্রদান করে এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই জনকে খালাস প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ