চট্টগ্রাম থেকে চাঁদপুর পর্যন্ত বিভিন্ন রেলওয়ের বিভিন্ন স্টেশন পরিদর্শন করেছেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন। এর মধ্যে মঙ্গলবার চাঁদপুর রেলওয়ে স্টেশনও পরিদর্শন করেছেন তিনি (জিএম)। সেই চাঁদপুর রেলস্টেশনে রেলের জিএম আসবেন শুনেই আগে থেকেই স্টেশনের ভিতরে-বাইরে পুরো এলাকাজুড়েই পরিস্কার রাখা হয়েছে।
বিভিন্ন সময় নানা পোশাকে থাকলেও সেই পরিদর্শনের সময় দায়িত্বশীল কর্তারা ছিল রেলওয়ের পোশাকেই। চট্টগ্রাম থেকে চাঁদপুর রেলস্টেশন পর্যন্ত বিভিন্ন স্টেশনের এমন পরিস্কার-পরিচ্ছন্ন এবং পরিবর্তন সবসময় দেখার প্রত্যাশাও করছেন ট্রেন ভ্রমণকারীসহ সংশ্লিষ্টরা।
জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রাম থেকে চাঁদপুর পর্যন্ত বিভিন্ন রেলস্টেশন পরিদর্শন এবং চাঁদপুরের পুরাতন রেলওয়ে রেস্ট হাউজকে আধুনিকায়ন করাসহ রেলওয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন রেলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার পূর্বাঞ্চল রেলওয়ের বিভিন্ন বিভাগের দায়িত্বশীল বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই পরিদর্শনে অংশ নেন।
রেলওয়ে মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সারাদেশের সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সেই উন্নয়নের অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়েতেও চলমান আছে। রেলের বিভিন্ন স্থানে বড় বড় অনেক প্রকল্পের কাজ চলমান রয়েছে। রেলমন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় বিভিন্ন কাজের মনিটরিং করা হচ্ছে প্রতিনিয়ত। তবে রেলের ধারাবাহিকভাবে এসব উন্নয়ন শেষ হলে সহসাই আরও পরিবর্তন হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রেলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন, প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা (ডিইই) সুজন চৌধুরী, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবুল কালাম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম, নির্বাহী প্রকৌশলী মো. আবদুল হানিফ, আরএনবির কমান্ডেন্ট রেজানুর রহমান, জেটিআইটি মহিউদ্দিন মুকুলসহ রেলওয়ের কর্মকর্তারা।
0 মন্তব্যসমূহ