রাজবাড়ীর পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে। আজ মঙ্গলবার ভোরে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭নং ফেরিঘাট এলাকায় স্থানীয় জেলে অছেল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে প্রতিদিনের মতো জাল ফেলেন অছেল হালদার ও তার সহযোগীরা। সোমবার দিবাগত মধ্যরাত থেকে জাল ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন তারা। ভোরে জাল তুলতে গেলে জালে বড় আকারের মাছ ধরা পড়ছে বলে অনুভব করেন। জাল থেকে মাছটি নৌকায় তোলেন অছেল ও তার সহযোগীরা। পরে স্থানীয় আড়তে এনে ওজন করলে ২৬ কেজি হয় বলে জানা যায়। দৌলতদিয়ার মৎস্য আড়তের আনেয়ার খাঁনের মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য তোলেন অছেল। এ সময় দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩১ হাজার ২ শত টাকায় মাছটি ক্রয় করেন।
ফেরিঘাটের চাঁদনী আরিফা মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সর্বোচ্চ ডাকের মাধ্যমে আমি মাছটি ক্রয় করে। সামান্য লাভে মাছটি বিক্রি করে দিব। তিনি বলেন দীর্ঘদিন পর পদ্মার একটি বড় মাছ জেলের জালে ধরা পড়েছে।
0 মন্তব্যসমূহ