মধ্য আফ্রিকার দেশ চাদে একটি স্বর্ণের খনিতে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই দিনে শতাধিক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দাউত ইয়াইয়া ব্রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা, ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৩ মে লিবিয়া সীমান্তের কাছে কৌরি বোগৌদিতে ঘটনার সূত্রপাত হয়। এরপর সেই সংঘর্ষ ২৪ তারিখ পর্যন্ত স্থায়ী হয়।
দুই শ্রমিকের তর্ক-বিতর্ক থেকে এই ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানান জেনারেল দাউদ ইয়াইয়া ব্রাহিম।
তিনি গণমাধ্যমকে জানান, ওই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ১০০ জন শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থল রাজধানী এনজামেনা থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে মধ্য সাহারার একটি অসম ও কার্যত আইনহীন এলাকা তিবেস্তি পর্বতমালা।
চাদের প্রতিরক্ষামন্ত্রী জানান, আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে বিপুল পরিমাণ সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, এবারই প্রথম নয়, স্বর্ণ খনিতে শ্রমিকদের মধ্যে আগেও সংঘর্ষ হয়েছে। আপাতত আমরা স্বর্ণখনির কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
সূত্র:ভয়েস অব আমেরিকা, বিবিসি, রয়টার্স
0 মন্তব্যসমূহ