রংপুরে ভুয়া চিকিৎসকসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা


 

রংপুরে অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নেমেছে। মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় দন্ত চিকিৎসালয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানে চিকিৎসক আব্দুল করিম তার শিক্ষাগত যোগ্যতার সনদ দেখাতে না পারায়, তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে আব্দুল করিম চিকিৎসা করবেন না মর্মে মুচলেকা দেন। এছাড়া অবৈধভাবে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. রুহুল আমিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আরিফুল ইসলাম। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ