মারিউপোলে অবশিষ্ট থাকা জাহাজের মালিকানা নেবেন রুশপন্থী বিদ্রোহীরা। স্বঘোষিত দোনেতস্ক প্রজাতন্ত্রের প্রধান দেনিশ পুশিলিনের বরাতে রুশসংবাদ সংস্থা ‘তাস’ এই খবর প্রকাশ করেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের দক্ষিণ বন্দরনগরীতে বেশ কয়েকটি বিদেশি জাহাজ রয়েছে। কিছু দিন আগে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছিল, মারিউপোলের বন্দরে ৬টি বিদেশি জাহাজ রয়েছে। জাহাজগুলো হলো- বুলগেরিয়ার প্রিন্সেস, ডোমিনিকান প্রজাতন্ত্রের আজবার্গ, লাইবেরিয়ার স্মার্ট, পানামার ব্লু স্টার, তুরস্কের আজভ কনকর্ড এবং জামাইকার আগস্টা।
রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনার পরিচালক মিখাইল মিজিনস্কেভ বলেছিলেন, বিদেশিরা জাহাজ সরিয়ে নিতে ব্যবস্থা নেয়নি।
0 মন্তব্যসমূহ