রাশিয়ায় যোগ দেওয়ার প্রশ্নে দক্ষিণ ওশেটিয়ার গণভোট বাতিল


 

জর্জিয়া থেকে আলাদা হওয়া ভূখণ্ড দক্ষিণ ওশেটিয়ায় গণভোট হওয়ার কথা ছিল। রাশিয়ায় যোগ দেবে, কি দেবে না; তা নিয়ে ওই গণভোট। তবে সম্প্রতি গণভোটের উদ্যোগ বাতিল করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডিডব্লিউ।

আপাতত বাতিল ঘোষণা করলেও গণভোটের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। দক্ষিণ ওশেটিয়ার নতুন প্রেসিডেন্ট অ্যালান গাগলোয়েভ গণভোট বাতিলের ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, গণভোট গ্রহণের আগে মস্কোর সঙ্গে বৈঠকে বসতে চান। 

দক্ষিণ ওশেটিয়ার সাবেক প্রেসিডেন্ট আনাতোলি বিবিলোভ ওই গণভোটের উদ্যোগ নিয়েছিলেন। পুনরায় নির্বাচিত হতেই তিনি এমন ঘোষণা দেন বলে দাবি বিরোধীদের।

দক্ষিণ ওশেটিয়াকে স্বীকৃতি দেওয়া নিয়ে ২০০৮ সালে রাশিয়া-জর্জিয়ার যুদ্ধ বেঁধেছিল। সেখানে সামরিক ঘাঁটিও স্থাপন করেছিল রাশিয়া। রাশিয়ার কয়েকটি মিত্রদেশও স্বীকৃতি দিয়েছিল দক্ষিণ ওশেটিয়াকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ