৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের এমন ক্ষেপণাস্ত্রই রুশ আগ্রাসন ঠেকাতে ইউক্রেন সেনাবাহিনীর জন্য যথেষ্ট বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক গুরুত্বপূর্ণ উপদেষ্টা।
ওলেকসি আরেস্তোভিচ নামের ওই উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের প্রতিক্রিয়ায় এমনটা জানিয়েছেন। গতকাল বাইডেন জানিয়েছিলেন, রাশিয়া পর্যন্ত পৌঁছায় এমন দূরপাল্লার রকেট সিস্টেম ইউক্রেনকে দেওয়া হবে না।
একটি ইউটিউব সাক্ষাৎকারে জেলেনস্কির এই উপদেষ্টা বলেন, ‘যদি তারা আমাদের ৩০০ কিলোমিটার রেঞ্জের ক্ষেপণাস্ত্র না দেওয়া পরিকল্পনা করে, তবে ৭০ কিলোমিটার রেঞ্জেরটাই যথেষ্টর চেয়েও বেশি।’
সূত্র: বিবিসি
0 মন্তব্যসমূহ