রাজশাহীতে পুলিশের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে চন্দ্রিমা থানার পুলিশ। নিহতের নাম নাজমা ইসলাম (৫৮)। তিনি অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নুরুল ইসলামের স্ত্রী।
সোমবার দুপুরে নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় অবস্থিত নিজ কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, চন্দ্রিমা আবাসিক এলাকার ৪ নম্বর রোডে অবস্থিত ১৬৯/৬ নম্বর বাড়িতে সপরিবারে বসবাস করতেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত উপপুলিশ কমিশনার নুরুল ইসলাম। সোমবার তিনি বাইরে যান। দুপুর ২টার পর তিনি বাড়িতে ফিরে আসলে দেখেন বেডরুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া তার স্ত্রীর ঝুলন্ত দেহ। পরে তিনি পুলিশে খবর দেন।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমা ইসলামের মৃতদেহটি উদ্ধার করেছে। বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিতের জন্য লাশ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 মন্তব্যসমূহ